নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর হক সাহেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের এক দল আওয়ালীগের নেতৃবৃন্দ।
৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে খুটাখালী বাজারে নিজ অফিসে ইসলামপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতারা সাক্ষাত করেন। সাক্ষাতে দুই উপজেলার সিমান্ত এলাকা খুটাখালী ও ইসলামপুর এই দুই ইউনিয়নে এক সাথে উন্নয়ন মুলক কাজ করার জন্য আলোচনা করা হয়।
যেভাবে কাজ করলে দুই ইউনিয়নের মানুষের উপকার হবে সেভাবে কাজ করার কথা হয়। দুই ইউনিয়নের জনগণ মাঝে আরো ভাল সম্পর্ক গভীরতা করার জন্য আলোচনা হয়। যেহেতু দুই ইউনিয়নের মানুষ আসা যাওয়া করতে হয় সেক্ষেত্রে সম্পর্কও ভাল প্রয়োজন মনে করেন। আগামী ইউপি নির্বাচনে দুই ইউনিয়নে নৌকার প্রতীক বিজয় লাভ করবে এবং উন্নয়ন মুলক কাজ হবে সে আশা প্রকাশ করেন দুই ইউনিয়নের আওয়ালীগ নেতৃবৃন্দরা। সর্বশেষে এক সাথে নৌকার বিজয়ের জন্য কাজ করার আহবান জানান নেতারা।
উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন – ইসলামপুর ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলার আওয়ালীগের উপ-প্রচার সম্পাদক মোঃ শরীফ কোম্পানি, সদর উপজেলার আওয়ালীগের সিনিয়ন সদস্য ফরিদ আজিম (দাদা), ইসলামপুর ইউনিয়ন আওয়ালীগের সহ-সভাপতি ছৈয়দ আলম, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য রমজান সরকার, ইসলামপুর ৩নং ওয়ার্ডের সভাপতি সরওয়ার আলম, ইসলামপুর ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, সমাজ সেবক দেলোয়ার হোছাইন মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন রিসাত, ব্যবসায়ী ফিরোজ আহমদ সহ আরো অনেক আওয়ালীগ নেতা।
Leave a Reply