বার্তা পরিবেশকঃ
কক্সবাজার শহরের পৌর ১ নং ওয়ার্ডের (শুটকিমহাল এলাকার) নাজিরারটেক শ্রমজীবি কল্যান বহুমুখী সমবায় সমিতির কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২২ সেপ্টম্বর সকালে সমিতির আহবায়ক আব্দুল করিমের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্টিত হয়। সভায় সমিতির কার্যক্রম সুশৃংখল ভাবে গতিশীল করার লক্ষে উপস্থিত সকল সদস্যদের মতামত ও কন্ঠভোটে আগামী ৩ বছরের জন্য (২০২০-২০২৩ কার্য সালের) ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলো, আব্দুল করিমকে-সভাপতি, সব্বির আহমদকে- সিনিয়র সহ- সভাপতি, ছালেহ আহমদকে সহ সভাপতি (১), মোহাম্মদ ইসমাইলকে সহ সভাপতি(২), মোোহাম্মদ শাহ আলমকে সহ সভাপতি(৩), মোহাম্মদ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক, মিজানুর রহমানকে সহ সাধারন সম্পাদক, মোহাম্মদ শাহেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, নুর হোোসেনকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ ইসহাককে অর্থ সম্পাদক, মিরাজুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদদক, মোঃ রিদুয়ানকে দপ্তর সম্পাদক, মোঃ হেলাল উদ্দীনকে কার্যকরী সদস্য (১), মোঃ জাফর আলমকে কার্যকরী সদস্য (২), মীর কাশেমকে কার্যকরী সদস্য (৩), শাকের উল্লাহকে কার্যকরী সদস্য (৪), আব্দুর রহিমকে কার্যকরী সদস্য (৫), ও নেজাম উদ্দীন কালুকে কার্যকরী সদস্য (৬)।
পরিশেষে সমিতির সর্বাঙ্গিন মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে সভা শেষ করেন।
Leave a Reply